Header Ads

Header ADS

নবীজীর রুমাল





হযরত আনাস রাযি. রাসূলে কারীম স. এর খাদেম এবং আদরের ছিলেন। একবার আনাস রাযি. নিজের ঘরে প্রবেশ করে নিজ বাদীকে বললেন, খানা দাও সাথে আমার আমার রুমালটিও দিও। যখন রুমালটি দেয়া হল তখন তিনি দেখলেন রুমালটি ময়লা হয়ে গিয়েছে। তিনি বাদীকে আদেশ করলেন, আগুন জ্বালাও। যখন চুলায় আগুন দাউ দাউ করে উঠল তখন তিনি রুমালটি আগুনে নিক্ষেপ করলেন। কিছুক্ষণ পর তিনি রুমালটি চুলা হতে বাহির কররেন। দেখা গেল রুমালটি ধবধবে সাদা। তখন তিনি বললেন, এই রুমালটি একদিন যুদ্ধের ময়দানে রাসূল (স.) ব্যবহার করেছিলেন। আর একজন নবী কোন জিনিস একবার ব্যবহার করলে তা কোনদিন আগুন স্পর্শ করেনি, করতে পারবেও না। এরপর তিনি বললেন, যখন এই রুমালটি ময়লা হয়, আমি এভাবেই পরিষ্কার করে থাকি। সুবহানাল্লাহ।

No comments

Powered by Blogger.